আপনার ক্যামেরা দিয়ে একটি ছবি তুললে সে ছবিটার আওতাধীন এলাকা কতটুকু হবে? বড় এলাকা হলেও সেই ছবিটি জুম করলে আপনি কি সবকিছু স্পষ্ট দেখতে পারবেন? বেশি সম্ভাবত আপনি পারবেন না। কিন্তু চীনের সাংহাই শহরের ছবি উন্নত প্রযুক্তির সাহায্যে তোলা হয়েছে ১৯৫ গিগা বা বিলিয়ন পিক্সেলে। ওই ছবিটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ ছবি। পাখির দৃষ্টিতে (বার্ডস আই ভিউ) তোলা ছবিটি জুম করে শহরের রাস্তায় কে কোথায়, কোন ভঙ্গিতে চলাচল করছে তা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এমনকি গাড়ির নম্বর […]